ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ডের সংশোধনের জন্য ২০৮ নং কক্ষে যোগাযোগ করুন।
পিতা-মাতার নাম সংশোধন হয়।
প্রবেশপত্রের বা মার্কশীট ও সার্টিফিকেটের নাম সংশোধন/পরিবর্তনের ক্ষেত্রে যা করণীয়:—
- ১। প্রার্থীকে নাম সংশোধন/ডুপ্লিকেট এডমিট কার্ডের জন্য রুম-৩১০(ক)
থেকে আবেদন ফরম নিয়ে পূরণ করে ৩৩৫নং কক্ষে আসতে হবে। Name Correction Form
প্রবেশপত্রের আবেদন ফরম
- ২। শুধুমাত্র প্রবেশপত্রে ক্ষেত্রে মাধ্যম হবে - কলেজ অধ্যক্ষ, অধ্যক্ষের সুপারিশ আনতে হবে (সিল সহ)।
- ৩। আবেদন পত্রের সাথে যা দিতে হবেঃ
- (ক) এস.এস.সি ও এইচ.এস.সি. এর (সনদপত্র ও নম্বর পত্রের) সত্যায়িত ফটোকপি।
- (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- (গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি।
- ৪। যদি কোন প্রার্থী এস.এস.সি ও এইচ.এস.সি (সনদপত্র ও নম্বরপত্র) বোর্ড কর্তৃক সংশোধন বা পরিবর্তন করে থাকেন, তাহলে বোর্ড থেকে ইস্যুকৃত
সংশোধিত চিঠির সত্যায়িত ফটোকপি।
- ৫। জন্ম নিবন্ধন/জাতীয়পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
- ৬। নামের কোন অংশ সংযোজন /পরিবর্তনের ক্ষেত্রে নাম এফিডেভিট প্রয়োজন হবে।
- ৭। প্রবেশপত্রের ক্ষেত্রে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ( কলেজ প্রিন্সিপাল কর্তৃক সিলসহ ) ।